[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ কার্তিক ১৪২৫, ১৯ অক্টোবর ২০১৮
bangla news

ফেনীতে এতিম ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৭ ১০:৪৮:২৫ এএম
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলার ৮টি এতিম খানার ১৯০ জন এতিম ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সামাজিক সংগঠন এসএসসি ৯৫ ব্যাচ, ফেনী জেলার আয়োজনে বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসব ইফদার সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক মনোজ কুমার রায় এতিম ও দুস্থদের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।

জেলা প্রশাসক বলেন, সুবিধাবঞ্চিতদের সহায়তা দেওয়া আমাদের সামাজিক দায়বদ্ধতা। পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতামূলক নিয়মিত কর্মকাণ্ডের জন্য তিনি আয়োজনকারী সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বিত্তবানদের এ ধরণের কাজে এগিয়ে আসতে আহ্বান জানান।

সংগঠনের সদস্য এজিএম নিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা, এনডিসি সরওয়ার সালাম, নির্বাহী ম্যাজিস্ট্রট নাসরিন চৌধুরী, নিয়তি রাণী কৈরী, সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন, আবু তাহের ভূঞা, সংগঠনের সদস্য ফারাহ দিবা, শারমিন সুলতানা, শামীমা আক্তার, বিবি রহিমা হেনা, লুৎফুরনাহার লিপি, এজিম নিয়াজ উদ্দিন, মো. আলমগীর, জিয়া খান, মাসুদ খান, আহমেদ নিজাম, জেবল হক, সাহাবউদ্দিন, এমজেকিউ সোহেল, আরিফ রিজভী প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা আটটি প্রতিষ্ঠানের পরিচালকদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এসএইচডি/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache