ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোবাইলে কথা বলতে নিষেধ করায় কলেজছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মে ১৭, ২০১৮
মোবাইলে কথা বলতে নিষেধ করায় কলেজছাত্রীর আত্মহত্যা

নীলফামারী: মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করায় বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে তাসলিমা সানজিদা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।  

বৃহস্পতিবার (১৭ মে) সকালে নীলফামারীর সৈয়দপুরে এ ঘটনা ঘটে। তাসলিমা রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘি এলাকার আকতার হোসেনের মেয়ে।

তিনি সৈয়দপুর শহরের একটি কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্রী।

স্থানীয়রা জানায়, তার বাবা সৈয়দপুর শহরের দারুল উলুম মাদ্রাসা রোডে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সকালে সবার অজান্তে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করায় বাবা-মায়ের ওপর অভিমান করে কলেজছাত্রী  তাসলিমা আত্মহত্যা করেছেন বলে জানান তারা।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad