ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্লেনের আসনে মিললো সোয়া ৯ কেজি স্বর্ণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, মে ১৭, ২০১৮
প্লেনের আসনে মিললো সোয়া ৯ কেজি স্বর্ণ জব্দ হওয়া স্বর্ণের ফাইল ফটো

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একটি প্লেনের আসনের নীচ থেকে সোয়া ৯ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৮৭ নম্বর ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার ফাহমিদা মাহজাবীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই উড়োজাহাজে তল্লাশি চালিয়ে একটি (নং-এফ ৩০) আসনের নীচ থেকে কালো স্কচটেপে মোড়ানো প্যাকেটে এসব পাওয়া যায়।  

‘প্যাকেটে ৮০টি সোনার বার ছিল, যার প্রতিটির ওজন ১০ তোলা করে। মোট ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণের বাজারমূল্য প্রায় চার কোটি ৬৪ লাখ টাকা। ’

এ ঘটনায় শুল্ক আইনে মামলা করা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।