ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩ জুয়ারির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মে ১৬, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩ জুয়ারির কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের বিভিন্ন চায়ের স্টলে অভিযান চালিয়ে ১ লাখ ৫৪ হাজার চারশ’ টাকাসহ ৩৩ জন জুয়ারিকে আটক করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১৬ মে) দিনগত রাত ৯টার দিকে শহরের কাজীপাড়া এলাকার চায়ের স্টল থেকে তাদের আটক করা হয়।  

আটকদের মধ্যে সেন্টু মিয়া, হাবিব মিয়া (৩০), মোহাম্মদ আলী (৪০), মনির হোসেন (৩৫), শাহীন (২২), মোনেম (৫০), সোহরাব (২২) কাশেম, তাপস কুমার, হুমায়ূন, মকবুল মিয়া, কাউসার, মো. মোস্তফা, লিটন সূত্রধর, মো. ইসমাইল, মাসুদের নাম জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাজীপাড়া এলাকার বিভিন্ন চায়ের স্টল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১ লাখ ৫৪ হাজার চারশত টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট (সদর ভূমি) সোহেল রানা প্রত্যেককে জুয়া মামলার আইনে তিনদিন করে কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, মে ১৭, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।