[x]
[x]
ঢাকা, শনিবার, ৫ কার্তিক ১৪২৫, ২০ অক্টোবর ২০১৮
bangla news

চাটখিল-সোনাইমুড়ির মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৬ ১২:১৩:১৮ পিএম
চাটখিল-সোনাইমুড়ির মাদ্রাসা-এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

চাটখিল-সোনাইমুড়ির মাদ্রাসা-এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

নোয়াখালী: পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার ১৬৫টি মাদ্রাসা ও এতিমখানায় বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (১৬ মে) দুপুরে চাটখিল খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের নিজ বাড়িতে মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় তিনি দুই উপজেলার ১৬৫টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য ৫০০ মণ চাউল, ৫০০ মণ আলু, ৫০ মণ চিনি, ১০০ মণ খেঁজুর, ২৫০ মণ ছোলা, ২৫০ মণ
মসুর ডাল, দুই হাজার লিটার তেল, ৫০০ বোতল রুহ আফজা শরবত বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, জেলা
পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলী যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন, উপজেলা
আওয়ামী লীগের সহসভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর,
খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের
সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক দুলাল, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু ছায়েম প্রমুখ।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম বলেন, পবিত্র রমজান মাসে এতিম শিশুরা যেনো
ভালোভাবে ইফতার করতে পারে এজন্য আমি নিজ তহবিল থেকে এ ইফতার সামগ্রী
বিতরণ করেছি। 

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ১৬, ২০১৮
এসআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db