ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় হত্যায় এক ব্যক্তির ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ১৬, ২০১৮
নেত্রকোনায় হত্যায় এক ব্যক্তির ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

নেত্রকোনা: নেত্রকোনায় হত্যা মামলায় মো. রুবেল মিয়া (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। 

একই রায়ে আশরাফুল (২৬) ও মনির হোসেন (২৭) নামে অন্য দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত রুবেল জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিনের ছেলে।  

অপরদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আশরাফুল দুর্গাপুর উপজেলার কাকড়াকান্দা গ্রামের নুরুল হকের ছেলে ও মনির একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি সাঈফুল আলম প্রদীপ বাংলানিউজকে জানান, দুর্গাপুর উপজেলার বিজয়পুর পাহাড় থেকে ২০১১ সালের ২০ জুন  মোটরসাইকেল চালক রিপন মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরেরদিন রিপনের বাবা পূর্বধলা উপজেলার ফাজিলপুর গ্রামের বাসিন্দা আহমেদ আলী দুর্গাপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

পুলিশ মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। শুনানি শেষে ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় দেন আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

তিনি আরো জানান, রিপনকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছিলেন আসামিরা।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।