ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

লালদিয়া চরে তক্ষক অবমুক্ত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মে ১৬, ২০১৮
লালদিয়া চরে তক্ষক অবমুক্ত তক্ষক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার উপজেলার লালদিয়া চরে একটি তক্ষক অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ মে) বিকেল ৫টার দিকে এটি অবমুক্ত করা হয়। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার বাদুরতলা গ্রামের লালমিয়ার বাড়ি থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

পাথরঘাটা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমান আকন বাংলানিউজকে জানান, বাদুরতলা গ্রামের লালমিয়া তাল কাটার উদ্দেশে তার বাড়ির একটি তাল গাছে উঠে। এ সময় তক্ষকটি গাছ থেকে মাটিতে পড়ে। পরে স্থানীয়রা তক্ষকটিকে চিনতে পেরে হরিণঘাটা বনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েতকে খবর দেয়।  

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তক্ষকটি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত তক্ষকটি পাথরঘাটার লালদিয়া চরের বনে অবমুক্ত করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা. মে ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।