[x]
[x]
ঢাকা, শনিবার, ৫ কার্তিক ১৪২৫, ২০ অক্টোবর ২০১৮
bangla news

গাজীপুরে কভার্ডভ্যান চাপায় স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৬ ৭:০১:৫১ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোড়া এলাকায় কভার্ডভ্যান চাপায় সাফায়েত হোসেন শিহাব (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফায়েত হোসেন শিহাব ওই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ বাংলানিউজকে জানান, স্থানীয় উত্তরণ কিন্ডার কিন্ডার গার্টেন স্কুলের নার্সারি শ্রেণীতে পড়তো সাফায়েত হোসেন শিহাব। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় স্কুলভ্যান থেকে নেমে রাস্তা হাঁটচ্ছিল সাফায়েত। এ সময় একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই কভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই এসআই।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ১৬ মে, ২০১৮
আরএস/এএটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db