ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল থেকে ২৩ সোনার বার জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মে ১৬, ২০১৮
বেনাপোল থেকে ২৩ সোনার বার জব্দ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ২৩টি সোনার বার জব্দ করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৬ মে) বিকেল ৩টার দিকে এ চালানটি জব্দ করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক বাংলানিউজকে জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে সোনার একটি চালান পাচার হবে।

পরে বিজিবির সদস্যরা অভিযান চালালে চোরাকারবারীরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে সেখান থেকে দুই কেজি ৬৮০ গ্রাম ওজনের ২৩টি সোনা বার পাওয়া যায়। জব্দ হওয়া সোনার আনুমানিক সিজার মূল্য প্রায় এক কোটি টাকা বলেও জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ১৬, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ