ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন খাগড়াছড়ি ক্যান্ট. পাবলিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৮
বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন খাগড়াছড়ি ক্যান্ট. পাবলিক চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: ‘যুক্তিতে আলোকিত হও’ স্লোগানে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা ২০১৮।

মঙ্গলবার (১৫ মে) সকাল থেকে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

হাড্ডাহাড্ডি লড়াই করে রানার্স আপ হয়েছে খাগড়াছড়ি টিউফা আইডিয়াল স্কুল।
 
বিতর্কের প্রাথমিক রাউন্ডে অংশ নেয়া চারটি বিদ্যালয় হলো- খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল, টিউফা আইডিয়াল স্কুল ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুদ্দিন আবু আনসারী মিঠু, প্রভাত তালুকদার ও রূপায়ন তালুকদার।
 
বিতর্ক শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলমগীর।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আক্তার জাহান।
 
এসময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, কালের কণ্ঠ শুভসংঘের জেলা সাধারণ সম্পাদক লিটন ত্রিপুরা লামা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ অংশ নেয়া দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।