ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দয়াগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো একজনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মে ১৫, ২০১৮
দয়াগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো একজনের ঢামেকে আনা হলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর দয়াগঞ্জ বাজার সংলগ্ন রেললাইনে ট্রেনের চাকায় কাটা পড়ে প্রাণ গেলো অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির। 

মঙ্গলবার (১৫ মে) বেলা দেড়টার দিকে দয়াগঞ্জের গরু খামার সংলগ্ন রেললাইনে রাজধানী থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনে কাটা পড়লে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

তাকে ঢামেকে নিয়ে আসা দুই পথচারীর মধ্যে একজন মো. ইমরান বাংলানিউজকে জানান, ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ডান পা-ও থেতলে যায়, মাথাও ছিল বড় ধরনের আঘাত।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।