ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাদক ছাড়লে বিকল্প পেশায় সহায়তা করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, মে ১৫, ২০১৮
মাদক ছাড়লে বিকল্প পেশায় সহায়তা করা হবে উপজেলা পরিষদ হলরুমে সামাজিক অপরাধ দমনে কর্মশালায়

লালমনিরহাট: আদিতমারী উপজেলাকে মাদক মুক্ত করতে, মাদক ছেড়ে ভালো পথে ফিরে বিকল্প পেশায় সুন্দর জিবন গঠনে অঙ্গীকার করলে তাদের সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সামাজিক অপরাধ দমনে নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে এক কর্মশালায় তিনি এ ঘোষণা দেন।

যৌতুক, বাল্যবিয়ে, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, মাদক ও জঙ্গিবাদসহ সামাজিক অবক্ষয় রোধে নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণের দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।

কর্মশালায় সঞ্চলনা করেন জেলা তথ্য কর্মকর্তা মাহফুজার রহমান।

ইউএনও আরও বলেন, সীমান্তবর্তী অঞ্চল হিসেবে এ এলাকায় মাদকের চালান প্রায় সময় আসে। আটকও হচ্ছে প্রতিদিন। শেষ বারের মতো মাদক সংশ্লিষ্টদের সুযোগ দেওয়া হবে ভালো পথে ফিরতে।  

এরপর মাদক নির্মূলে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় জনপ্রতিনিধি, জিও, এনজিও কর্মী, ইমাম, পুরহিত ও শিক্ষকরা আংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।