ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শায়েস্তাগঞ্জে ৪ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, মে ১৪, ২০১৮
শায়েস্তাগঞ্জে ৪ মাদকসেবীর কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মাধবপুর উপজেলার খরকী গ্রামের মৃত আজগর আলীর ছেলে সাইদুর রহমান (২৪), একই উপজেলার নারায়ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে দ্বীন ইসলাম (২২), আন্দিউড়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আব্দুল হাকিম(১৯)ও জগদীশপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলমগীর মিয়া (২৫)।

একই রাত সাড়ে ৯টায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার মাদকসেবীকে নতুন ব্রীজ এলাকা থেকে ২৪ পিস ইয়াবাসহ আটক করে। পরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা তথ্য প্রমাণের ভিত্তিতে সাইদুর রহমান ও দ্বীন ইসলামকে ছয় মাস করে এবং আব্দুল হাকিম ও আলমগীর মিয়াকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাতেই তাদেরকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদশে সময়: ০৪৪১ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।