ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রাকের চাকায় হাত-পা থেঁতলে গেল পরিচ্ছন্নতাকর্মীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ১৪, ২০১৮
ট্রাকের চাকায় হাত-পা থেঁতলে গেল পরিচ্ছন্নতাকর্মীর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন কালু। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর দয়াগঞ্জে এবার বেপোয়ারা ট্রাক চাপায় কালু দাস (৫০) নামে সিটি কপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর হাত-পা থেঁতলে গেছে।

আহত কালুকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ মে) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর দয়াগঞ্জ সুইপার কলোনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত কালু সিটি কপোরেশনের পরিচ্ছন্ন কর্মী।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ট্রাক চাপায় কালুর ডান পা ও ডান হাত একেবারে থেঁতলে গেছে। কালুর পা ও হাতটি আলাদা করতে হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এছাড়া তার মাথায়ও জখম রয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, রাত ১২টার দিকে দয়াগঞ্জ সুইপার কলোনির সামনে দাঁড়িয়ে ছিলেন কালু। এ সময় বেপোয়ারা একটি ট্রাক তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এজেডেএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।