[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১০ আশ্বিন ১৪২৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮
bangla news

বিষখালী নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৪ ১১:৩২:৫৮ এএম
বরগুনা

বরগুনা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর লালদিয়াচর এলাকা থেকে সাইফুল ইসলাম (১৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ মে) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. আবু হানিফার ছেলে।

ট্রলার মালিক মজিবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে সাইফুল ও তার ছেলে সোলায়মান নদীতে জাল ফেলে অপো করতেছিলেন। কয়েক ঘণ্টাপর ভাটার সময় জালের গ্রাফি টানতে গেলে সাইফুল নদীতে পড়ে যান। পরে বিকেল ৫টার দিকে তার মরদেহ ভেসে উঠলে জেলেরা মরদেহটি উদ্ধার করে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ বাংলানিউজকে বলেন, সাইফুলের মরদেহটি পাথরঘাটায় নিয়ে আসার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এনটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa