[x]
[x]
ঢাকা, শনিবার, ৫ কার্তিক ১৪২৫, ২০ অক্টোবর ২০১৮
bangla news

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৪ ১১:০৩:২৪ এএম
ইয়াবাসহ আটক ফারুক হোসেন

ইয়াবাসহ আটক ফারুক হোসেন

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৮০ পিস ইয়াবাসহ ফারুক হোসেন (৩৫) নামে এক বাসের সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ মে) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থান ব্রিজ এলাকায় স্পেশাল পরিবহন নামে একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

ফারুক সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ মরুয়াদহ গ্রামের ফজলুর রহমানের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদে দুপুরে স্পেশাল পরিবহন নামে একটি বাসে অভিযান চালিয়ে সুপারভাইজার ফারুককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৯৮০ পিচ ইয়াবাসহ জব্দ করা হয়। 

এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache