[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১০ আশ্বিন ১৪২৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮
bangla news

দামুড়হুদায় স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৪ ১০:২২:৫০ এএম
প্রতীকী

প্রতীকী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় সাকিব আহমেদ (১৬) নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১৪ মে) বিকেলে উপজেলার গোপিনাথপুর কুঠিবাড়ীর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব আহমেদ চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে। সে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানায়, বিকেলে গোপিনাথপুর কুঠিবাড়ীর মাঠে তার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, এ হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এসআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa