ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মায়ের সঙ্গে সন্তানের দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মে ১৪, ২০১৮
মায়ের সঙ্গে সন্তানের দাফন মা-ছেলের মুত্যুতে এলাকায় শোকের ছায়া

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মায়ের মৃত্যুর আট ঘণ্টা পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ছেলেরও মৃত্যু হয়েছে। এ ঘটনার পর মা-ছেলে দু’জনকেই একই কবরস্থানে একসঙ্গে দাফন করা হয়েছে।

সোমবার (১৪ মে) বিকেল ৫টায় উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া কবরস্থানে তাদের দাফন করা হয়।  

তারা হলেন- ওই এলাকার মৃত বানাত প্রামানিকের স্ত্রী আমেনা খাতুন (৯০) এবং তার ছেলে রহিদুল প্রামানিক (৫৫)।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রোববার (১৩ মে) রাত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে আমেনা খাতুন মারা যান। মায়ের এ মৃত্যুতে শোকাহত ছেলে রহিদুল প্রামানিক পরদিকে বেলা ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

পরে বিকেল ৫টার দিকে কচুবাড়ীয়া কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মে ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।