[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১০ আশ্বিন ১৪২৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮
bangla news

তিস্তায় ধরা পড়ল ৫ মণ ওজনের ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৪ ৮:০২:০৮ এএম
ধরা পড়া ডলফিনটি। ছবি: বাংলানিউজ

ধরা পড়া ডলফিনটি। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে পাঁচ মণ ওজনের একটি ডলফিন ধরা পড়েছে।

প্রায় সাড়ে ৮ ফুট দৈর্ঘ্য ও ২০০ কেজি ওজনের (৫ মণ) এ ডলফিনটি সোমবার (১৪ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীর চর থেকে ধরা হয়। 

স্থানীয়রা জানান, শৈলমারী চরের কৃষক রসিদুল হক জমিতে কাজ করার সময় নদীর ধারে ডলফিনটি দেখতে পান। পরে পাশ্ববর্তী কৃষকরা মিলে ডলফিনটির মাথায় আঘাত করলে ডলফিনটি গুরুতর আহত হয়। এরপর ডলফিনটি নদী থেকে তুলে নেন কৃষকরা।

ভোটমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোবারক হোসেন বাংলানিউজকে জানেন, ডলফিনটি ওই এলাকায় রয়েছে। উৎসুক জনতার ভিড়ের কারণে ডলফিনটি কোথাও নিতে পারছেন না কৃষকরা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বাংলানিউজকে জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে বিস্তারিত কিছুই জানেন না।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এনটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa