ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ১২, ২০১৮
নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়ার অধুনালুপ্ত সংগীতা সিনেমা হল সংলগ্ন বাদল মেম্বারের নির্মাণাধীন মার্কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ মে) সকাল সোয়া ৯টায় এ ঘটনা ঘটে। ইয়াছিন রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ পূর্বপাড়া
গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

জানা গেছে, সকালে ইয়াছিন নির্মাণাধীন মার্কেটের দু’তলায় রড সোজা করার কাজ করছিলেন। এসময় মার্কেটের উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে রডের স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।