ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অপরিশোধিত পানি বাজারজাত, ২১০০ জার ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মে ১২, ২০১৮
অপরিশোধিত পানি বাজারজাত, ২১০০ জার ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অপরিশোধিত পানি বোতলজাত করে বাজারজাত করার দায়ে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ হাজার ১শ’ পানির জার ধ্বংস করা হয়।

শনিবার (১২ মে) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-২ এ অভিযান চালায়।

সারওয়ার আলম বলেন, সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, তারা সরাসরি ওয়াসার পানি পরিশোধন ছাড়াই বোতলজাত করে ফিল্টার পানি বলে বাজারজাত করে আসছিল।

এ অপরাধে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ১২, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।