ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে পাঁচ হাজার কেজি পলিথিন জব্দ-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মে ১২, ২০১৮
রাজবাড়ীতে পাঁচ হাজার কেজি পলিথিন জব্দ-জরিমানা

রাজবাড়ী: রাজবাড়ীতে একটি দোকানে অভিযান চালিয়ে পাঁচ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিক আক্কাস বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ মে) দুপুরে জেলা শহরের ‘আক্কাস স্টোর’ নামক দোকান থেকে পলিথিনগুলো জব্দ করা হয়।  

রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মহিউদ্দিনের নেতৃত্বে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনসহ র‌্যাব সদস্যরা এ অভিযানে অংশ নেন।

সহকারী কমিশনার মো. মহিউদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জব্দকৃত নিষিদ্ধ অবৈধ পলিথিনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ১২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।