ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফকিরহাট মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মে ১২, ২০১৮
ফকিরহাট মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন বক্তব্য রাখছেন শেখ হেলাল উদ্দিন-ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ মে) দুপুরে বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন।

বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খুলনা রেঞ্জ ডিআইজি মো. দিদার আহম্মেদ, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, খুলনা অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. হাবিবুর রহমান, অতিরক্তি রেঞ্জ ডিআইজি একে এম নাহিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস প্রমুখ।

এর আগে বেলা ১১টায় শেখ হেলাল উদ্দীন ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) দুগ্ধ শিতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করেন।

এসময় মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, মিল্ক ভিটার মহাব্যবস্থাপক মঞ্জুর কাদির, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আ. হামিদ লাভলু, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস, সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিছলু প্রমুখ। পরে অতিথিবৃন্দ স্থানীয় সমবায়ী ও দগ্ধখামারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ দুগ্ধ শিতলীকরণ কেন্দ্রে প্রতিদিন ৭ হাজার লিটার দুধ সংরক্ষণ করা যাবে।

বাংলাদেশ  সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।