ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে খনি শ্রমিকরা 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৮
অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে খনি শ্রমিকরা  কয়লা খনি গেটের সামনে সমাবেশ।

পার্বতীপুর (দিনাজপুর): ১৩ দফা দাবি আদায়ের লক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকরা রোববার (১৩ মে) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে।

শনিবার (১২ মে) দুপুরে কয়লা খনি গেটের সামনে এক সমাবেশে এ ঘোষণা দেন খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম।

দাবিগুলো হলো- সাপ্তাহিক ছুটি, ধর্মীয়, ঈদ উৎসব, সরকারি ছুটি ও নৈমিত্তিক ছুটির প্রাপ্য মজুরি প্রদান, রেশনিং ব্যবস্থা চালু রাখা, কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে একই সার্কুলারে কর্মচারি নিয়োগ এবং অগ্রানোগ্রাম অনুযায়ী আউট সোর্সিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ প্রদান, আন্ডারগ্রাউন্ড শ্রমিকদের ছয় ঘণ্টা ডিউটি, চুক্তি অনুযায়ী সব জনবল নিয়োগ প্রদান, প্রতি বছর শতকরা ৪০% দক্ষ শ্রমিক উন্নীতকরণ, নতুন এমপিএমএন্ডপি চুক্তিতে এক্সএমসি/সিএমসি কনসোর্টিয়ামের সকল শ্রমিকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বিসিএমসিএল কর্তৃক তৃতীয় পক্ষের মধ্যে প্রদান প্রভৃতি।

সমাবেশে উপস্থিত ছিলেন- কমিটির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ক্ষতিগ্রস্ত ২০ গ্রাম সমন্বয় কমিটির নেতা মশিউর রহমান বুলবুল, ব্যবসায়ী মিজানুর রহমান, আরিফুর রহমান সুমনসহ কয়েকশত শ্রমিক-কর্মচারী।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।