ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৭, মে ১২, ২০১৮
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর সবুজবাগ বাসাবো বৌদ্ধমন্দির সংলগ্ন বিশ্বরোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এর চালক আবদুল্লাহর (২৫) মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলের সদরের বাসিন্দা নিহত আবদুল্লাহ থাকতেন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। তারা বাবার নাম হজরত মাস্টার।

জানা যায়, শুক্রবার (১১ মে) দিনগত রাতে নিজের অটোরিকশা চালিয়ে ফিরছিলেন আবদুল্লাহ। পথে উক্তস্থানে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত হন তিনি।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম রাত ৩টার দিকে তাকে (আবদুল্লাহ) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ মে) সকালে নিউরোসার্জারি বিভাগে তার মৃত্যু হয়।

ময়না তদন্তের জন্য মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, মে ১২, ২০১৮
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।