ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুলশানে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ১১, ২০১৮
গুলশানে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে শাহেরা বানু (৭০) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ মে) সন্ধ্যায় গুলশান ২ রোডের ৬২ বাড়ির একটি ভবনের ৫ তলার ফ্লাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আবদুল আহাদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় গুলশান থানা পুলিশ।

সেখানে গিয়ে ৫তলা বাড়ির একটি ফ্লাট থেকে শাহেরা নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে। খোঁজ নিয়ে জানা গেছে ওই বাসার মালিক বিদেশ থাকেন। এছাড়া শাহেরা ওই বাসায় ৩৬ বছর ধরে গৃহকর্মীর কাজ করেন। তার মাথায় আঘাত চিহ্ন রয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর এবিষয়ে বিস্তারিত জানা যাবে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, মে ১১, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।