ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে দেড় শতাধিক কুকুর পেলো জলাতঙ্কের টিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ১১, ২০১৮
বরিশালে দেড় শতাধিক কুকুর পেলো জলাতঙ্কের টিকা জলাতঙ্কের টিকা দেওয়া হচ্ছে একটি কুকুরকে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে প্রায় দেড় শতাধিক কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ মে) সকাল থেকে বরিশাল শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো কুকুরদের এ টিকা দেয়া হয়। ইকো সেভার্স ফাউন্ডেশনের আয়োজনে এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম।

 

টিকাদানের পাশাপাশি স্থানীয়দের মধ্যে কুকুর ভীতি কমাতে লিফলেট বিতরণ ও কুকুরের কামড় দিলে করণীয় সম্পর্কে অবগত করা হয়।

ইকো সেভার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম মিঠু জানান, দেশের অন্যান্য এলাকার মতো বরিশাল শহরে কুকুর ভীতি রয়েছে মানুষের মনে। তাই এই বোবা প্রাণীটির প্রতি মানুষের মনোভাব পাল্টাতে আমাদের এই উদ্যোগ। প্রাণীর প্রতি মানুষ যেন সহানুভূতিশীল হয় এবং প্রাণীদের ভালোবাসে সেই চেষ্টা সবাই শুরু করবেন এই প্রত্যাশাই করছি।

তিনি জানান, বরিশাল শহরে অনেক কুকুর রয়েছে। কুকুরগুলোর আচরণ খুবই ভালো । মানুষের ভালোবাসা পেলে এসব কুকুরেরা মানুষের সঙ্গে বন্ধত্বপূর্ণ আচরণ করে থাকে। খাবার দিলে পাশে এসে বসে।  

তিনি বলেন, জলাতঙ্ক রোগের টিকা দিলে এই কুকুর মানুষকে কামড়ালেও জলাতঙ্ক হবে না বা ওই কুকুর থেকে অন্য কুকুরেও ভাইরাস ছড়াবে না।

বাংলাদেশ সময়:  ২১৫৯ ঘণ্টা, মে ১১, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।