ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ১১, ২০১৮
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

ভোলা: ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে বাবা কৃষ্ণ কমলের (৫০)।

শুক্রবার (১১ মে) দুপুর ২টায় উপজেলার কালমা ইউনিয়নের দক্ষিণ কালমা গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট আহত ছেলে পরীক্ষিতকে (১৬) ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে জানান, দুপুরে ওই গ্রামের পরীক্ষিত তাদের পানের বরজে কাজ করতে যায়। এ সময় বিদ্যুতের ছিঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ছেলের চিৎকারে তার বাবা-মা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় বাবা কৃষ্ণকমল পা পিছলে বরজের পানিতে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে  কৃষ্ণ কমলের মৃত্যু হয়েছে। এদিকে এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।