ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আবারও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ১০, ২০১৮
আবারও  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির শপথ নিচ্ছেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৯২ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মদ।

শপথের পরই পাকাতান হারাপানের (পিএইচ) চেয়ারম্যান মাহাথির আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১০ মে) স্থানীয় সময় রাত ৯টা ৫৭টার দিকে দেশটির রাজপ্রাসাদ ‘ইস্তানা নেগারা’য় শপথগ্রহণ করেন তিনি।

মাহাথিরকে শপথ বাক্য পাঠ করান দেশটির রাজা ইয়াং দি-পারতুয়ান অগং সুলতান মুহাম্মদ (পঞ্চম)।  

 আরও পড়ুন>>
** 
রাতে প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরের শপথ 

এ সময় ড. মাহাথিরের স্ত্রী তুন ড. সিতি হাসমাসহ জোটের অন্যান্য নেতা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

শপথ নেওয়ার ফলে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী হলেন ড. মাহাথির মোহাম্মদ।  

এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মাহাথির জানান, ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে ড. ওয়ান আজিজাহকে মনোনীত করা হয়েছে।  

পাকাতান হারাপান জোটের নেতৃত্বে গড়া কোয়ালিশন সরকারে  পাত্রি ওয়ারিসান সাবাহসহ কয়েকজন স্বতন্ত্র এমপিও সমর্থন দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।  

এর আগে তিনি ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর শাসন করেন।  

বুধবার (০৯ মে) মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে মাহাথির মোহাম্মদ ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালকে (বিএন) বিপুল ব্যবধানে পরাজিত করেন। এক সময় এই জোটের হয়ে তিনি ২২ বছর কঠোর হাতে মালয়েশিয়া শাসন করেন।  

নির্বাচন কমিশনের আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে মাহাথিরের জোট দেশটির সংসদের ২২২টি আসনের মধ্যে পেয়েছে ১১৫টি আসন। যেখানে সরকার গঠন করতে ১১২টি আসনের প্রয়োজন। বিপরীতে বিএন জোট পেয়েছে ৭৯টির মতো আসন।

ড. মাহাথির ক্ষমতায় থাকালে দেশটিতে অর্থনৈতিক উন্নয়নের জোয়ার সৃষ্টি করেন, যা দিয়ে মালয়েশীয়দের মনে জায়গা করে নেন তিনি। তাই হয়তো আবারও প্রধানমন্ত্রী হিসেবে তাকেই চাইছিলেন মালয়রা।  

বারাসান ন্যাশনাল জোট থেকেই ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। ২০০৩ সালে তিনি অবসরে গেলে ওই জোটের প্রধানমন্ত্রী হন তারই রাজনৈতিক শিষ্য নাজিব তুন রাজাক। কিন্তু ওই জোটের ব্যাপক দুর্নীতির অভিযোগে  বিরোধীদের নিয়ে মাহাথিরের নেতৃত্বে গড়ে তোলা হয় নতুন জোট পাকাতান হারাপান।  

এই জোটে যোগ দেন মাহাথিরের একসময়ের বিরোধীরাও। এরমধ্যে রয়েছেন মাহাথিরের একসময়ের ঘনিষ্ঠ এবং পরে ঘোরতর শক্র আনোয়ার ইব্রাহিমও।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মে ১০, ২০১৮/আপডেট: ২০৫০ ঘণ্টা
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।