ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালকিনিতে পিকআপ ভ্যানচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ১০, ২০১৮
কালকিনিতে পিকআপ ভ্যানচাপায় স্কুলছাত্র নিহত প্রতীকী

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে ইটবোঝাই পিকআপ ভ্যানচাপায় ওমর ফারুক (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দু’জন। 

বৃহস্পতিবার (১০ মে) বিকেলে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইচাগুড়া চৌরাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড়চর গ্রামের নেছারউদ্দিন সরদারের ছেলে।

সে কয়ারিয়া ঈদগাহ্ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আহতদের মধ্যে রোমান সরদারে (৪৫) নামে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। আহত অপরজনের নাম জানা যায়নি। তিনি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, ওমর ফারুক ও রোমানসহ তিনজন বিকেলে কালকিনি উপজেলার সমিতিরহাট এলাকা থেকে মোটরসাইকেলে করে কালকিনি শহরে যাচ্ছিলেন। পথে চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) অমল রায় বলেন, চালক পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মে ১০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।