ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেমরায় মাথায় ইট পড়ে বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মে ১০, ২০১৮
ডেমরায় মাথায় ইট পড়ে বৃদ্ধের মৃত্যু

ঢাকা: রাজধানীর ডেমড়া এলাকায় একটি বাসার তৃতীয় তলা থেকে ইট পরে নিয়ামুল হক গাজী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) দুপুর ১২টার দিকে ডেমড়া আইডিয়াল রোডের বড় ভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতের ভাতিজা সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, বড় ভাঙা এলাকায় তাদের বাড়ির  তৃতীয় তলার নির্মাণকাজ চলছে।

বাড়ির দ্বিতীয় তলায় সপরিবারে থাকতেন চাচা নিয়মুল হক। সকালে বৃষ্টি শেষে বাসার সামনে গেলে তৃতীয় তলা থেকে তার মাথার উপড় একটি ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিক আহতাবস্থায় তাকে উদ্ধার স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ‌উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১০, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।