ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মে ১০, ২০১৮
বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) দুপুরে উপজেলার দৌলতপুর ও শতমুখা গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে নবম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার (১৫) এবং একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের রহিম মিয়ার ছেলে মিজানুর রহমান (১৮)।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে তানিয়া আক্তার তার মায়ের সঙ্গে রান্না ঘরে কাজ করছিলো। এসময় কোনোকিছু আনতে বাইরে বের হলে বজ্রপাতে মারা যায় সে।  

অপরদিকে ধান কাটার সময় বজ্রপাত ঘটলে কৃষক মিজানুর রহমান ঘটনাস্থলেই মারা যান।

ইউএনও বলেন, নিহতদের সব তথ্য সংগ্রহ করা হয়েছে। উপজেলা প্রশাসনের থেকে তাদের ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad