ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিরোজপুরে মাদক বিক্রেতার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মে ১০, ২০১৮
পিরোজপুরে মাদক বিক্রেতার যাবজ্জীবন

পিরোজপুর: পিরোজপুরে খলিলুর রহমান গাজী (৫০) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১০ মে) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত খলিলুর রহমান গাজী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দেভাটা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১০ জুলাই খলিলুর রহমান গাজী ৪৮ বোতল ফেনসিডিল নিয়ে সাতক্ষীরা থেকে একটি বাসে বরিশাল যাচ্ছিলেন। বিকেল ৪টার দিকে মাদকদ্রব্য অধিদপ্তর ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পিরোজপুরের বলেশ্বর ব্রিজের টোল ঘরের সামনে ওই বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় খলিলুর রহমানকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।  

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মে ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।