ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে সাড়ে ১০ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মে ৩, ২০১৮
বেনাপোলে সাড়ে ১০ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক মোটরসাইকেলসহ আটক হুন্ডি ব্যবসায়ী, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বন্দরনগরী বেনাপোল এলাকা থেকে ১০ লাখ ৬৪ হাজার টাকাসহ লিমন (২৫) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

লিমন বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের সরবানহুদা গ্রামের ইউনুছ আলীর ছেলে।

বৃহস্পতিবার (০৩ মে) দুপুর ১টার দিকে বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ লিমনকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১০ লাখ ৬৪ হাজার টাকা জব্দ করা হয়।

বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের নায়েব সুবেদার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আটক হুন্ডি ব্যবসায়ীর বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।