ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় ট্রাকভর্তি কার্বাইড মেশানো আম জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মে ৩, ২০১৮
সাতক্ষীরায় ট্রাকভর্তি কার্বাইড মেশানো আম জব্দ জব্দকৃত আম।

সাতক্ষীরা: সাতক্ষীরায় কার্বাইড মেশানো ৩০০ মণ আম জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ মে) সকালে শহরের ইটাগাছা এলাকা থেকে এসব আম জব্দ করা হয়।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলী বাংলানিউজকে জানান, দেবহাটা এলাকা থেকে ট্রাকভর্তি কার্বাইড মেশানো আম আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইটাগাছা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে কার্বাইড মেশানো ট্রাকভর্তি ছয় লাখ টাকা মূল্যের ৩০০ মণ আম জব্দ করা হয়। তবে আমের মালিকসহ ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।