ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাটারায় ছুরিকাঘাতে ছাত্র নিহত, আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ২, ২০১৮
ভাটারায় ছুরিকাঘাতে ছাত্র নিহত, আহত ২

ঢাকা: রাজধানীর ভাটারায় ছুরিকাঘাতে আশরাফুল আলম জিহাদ (১৮) নামে একছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রিয়াজ (১৯) ও হাসান (১৮) নামে আরো দুইজন।

বুধবার (২ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জিহাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জামিলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

বর্তমানে সে ভাটারার জোয়ার সাহারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।

নিহত জিহাদের বাবা আলমগীর হোসেন জানান, কালাচাঁদপুর হাই স্কুল থেকে জিহাদ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, কিছুদিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ হবে।

তিনি আরো জানান, জিহাদের বন্ধু হৃদয় তাকে ডেকে কুড়িল চৌরাস্তায় নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।

এলাকাবাসী মো. আজাদ জানান, এ ঘটনায় রিয়াজ ও হাসান নামে দুইজন আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। রিয়াজের অবস্থা একটু খারাপ হলেও হাসান মোটামুটি ভাল আছে।

তিনি আরো জানান, অনেকদিন আগে মোবাইলে ব্যবহার করা যায় এমন একটি স্পিকার হৃদয়ের কাছে বিক্রয় করে রিয়াজ। বিক্রির পাওনা ২৫০ টাকা আনতে গিয়ে হৃদয়ের ছুরিকাঘাতে আহত হয় তারা।

পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জিহাদের অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, মে ০২, ২০১৮
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।