ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ২, ২০১৮
বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক-ছবি: বাংলানিউজ

বরিশাল: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (০২ মে) সন্ধ্যার প‌রে আবহাওয়া স্বাভা‌বিক হলে যথা নিয়‌মেই রাত ৯টার দি‌কে ব‌রিশাল থে‌কে ঢাকার উ‌দ্দে‌শে দূরপাল্লার ৬টি লঞ্চ যাত্রী নি‌য়ে রওনা দিয়েছে। এর আগে বি‌কেল পৌ‌নে ৫ টার দি‌কে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

ত‌বে রা‌তে অভ্যন্তরীণ রু‌টের কোনো লঞ্চ চলাচল না করায় ‌সেগু‌লো ঘা‌টেই নোঙর করা রয়েছে।

সকা‌লে আবহাওয়া অনুকূ‌লে থাক‌লে যথা‌ নিয়‌মে লঞ্চগু‌লো চলাচল কর‌বে ব‌লে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশালে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, মে ০২, ২০১৮
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।