ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মে ২, ২০১৮
রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ঝড়ের সময় রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তকবীর হোসেন (৩০) ও একই গ্রামের রফিক আলীর ছেলে হায়দর আলী (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মাধবপুরে ঝড় হয়।

এ সময় আহমদপুর এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি রাস্তায় পড়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে তকবীর ও হায়দার ধান মাড়াই কাজ শেষে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বৈদ্যুতিক তারে পা লাগলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মোক্তাদির হোসেন তাদের মৃত ঘোষণা করেন।
 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মে ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।