ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে কারখানায় ‘রাসায়নিক বিষক্রিয়ায়’ ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মে ২, ২০১৮
সাভারে কারখানায় ‘রাসায়নিক বিষক্রিয়ায়’ ২ জনের মৃত্যু প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজ

ঢাকা: ঢাকার সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে একটি কারখানায় ‘রাসায়নিক বিষক্রিয়ায়’ দুই জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন।

বুধবার (২ মে) বিকেলে হেমায়েতপুরের ঝাউচর এলাকার প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজের ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দু’জন হলেন মাহবুব (৫০) ও হাসান (২৫)।

আর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোয়াজ্জেম (২৫)।

ওই কারখানার রাজু নামে এক কর্মী বাংলানিউজকে বলেন, রাসায়নিক বিষক্রিয়ায় হাসান ঘটনাস্থলেই মারা যান। অসুস্থ অবস্থায় মাহবুব ও মোয়াজ্জেমকে ঢামেকে আনা হয়। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা মাহবুবকে মৃত ঘোষণা করেন।

তবে চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম নবী বাংলানিউজকে জানান, ওই তিন জন কারখানার ভেতরে লবণ ও কেমিক্যাল মেশানোর কাজ করার সময় হঠাৎ বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। তখন অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসানের মৃত্যু হয়। বাকি দু’জনকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুবও মারা যান।  

মোয়াজ্জেম এখন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন বলেও জানান গোলাম নবী।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ০২, ২০১৮
এজেডএস/এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।