ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ১ ব্যক্তির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মে ২, ২০১৮
দৌলতপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ১ ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে নতুন সংযোগ দেওয়ার সময় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ফসির উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (০২ মে) দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ফসির উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের খলিসাকুণ্ডি গ্রামের নাসির শেখের ছেলে।

দীর্ঘদিন ধরে তিনি পল্লী বিদ্যুতের নতুন বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই এলাকায় নতুন সংযোগ দেওয়ার জন্য বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন ফসির। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম আবু নাসির বাংলানিউজকে বলেন, ফসির আমাদের পল্লী বিদ্যুতের কেউ না। আমরা বিভিন্ন সময় দৈনিক মজুরিতে ইলেকট্রিশিয়ান নিয়ে থাকি। তবে আমরা আজ তাকে কাজে নেয়নি। কিভাবে তিনি মিটার পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

ফসিরের পরিবারের দাবি তিনি পল্লী বিদ্যুতের হয়ে কাজ করতেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ০২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।