ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেলো ভ্যানচালকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মে ২, ২০১৮
যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেলো ভ্যানচালকের নিহত ভ্যানচালক আদিল হোসেন

রাজশাহী: রাজশাহী-নওগাঁ মহাসড়কের আলিম-লাম-মীম ভাটায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আদিল হোসেন (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

বুধবার (২ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

রাজশাহীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম বাংলানিউজকে বলেন, নিহত আদিল হোসেন পবা উপজেলার বায়া এলাকার অধিবাসী। বিকেলে স্টোরের মালামাল ভ্যানে নিয়ে তিনি সাহেব বাজার থেকে বায়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন।  রাজশাহী-নওগাঁ মহাসড়কের আলিফ-লাম-মীম ভাটা এলাকায় পৌঁছালে একটি দ্রুত গতির বাস পেছন থেকে তার ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, ঘাতক বাসটি রাজশাহী থেকে নওগাঁ অভিমুখে যাচ্ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। বর্তমানে ঘাতক বাস ও তার চালককে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়:  ১৯২৩ ঘণ্টা, মে ০২, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।