ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে দু’গ্রুপের গুলিবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মে ২, ২০১৮
বাঘাইছড়িতে দু’গ্রুপের গুলিবিনিময় গুলির খোসা

রাঙামাটি: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

বুধবার (২ মে) সকালে উপজেলার দুর্গম রূপকারী ইউনিয়নের নালকাটা এলাকায় এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এম এন লারমা গ্রুপ (জেএসএস সংস্কার) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে অন্তর্কোন্দল চলছিল।

এ নিয়ে কয়েকবার মুখোমুখি সংঘর্ষ, হুমকি, পাল্টা হুমকি, গুম, হত্যা ও উভয়পক্ষের স্থানীয় নেতাদের এলাকা থেকে বিতাড়িত করার ঘটনা ঘটেছে। এসব নিয়ে সকালে উভয় গ্রুপের মধ্যে শতাধিক রাউন্ডের উপরে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফ গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ০২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।