ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মে ২, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু

মাদারীপুর: প্রবল ঝড়ো বাতাসের কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।

বুধবার (২ মে) বিকেল সোয়া ৪টা থেকে নৌযান চলাচল শুরু হয়। এর আগে সোয়া ৩টা থেকে প্রবল ঝড়ো বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরিসহ সব নৌযান চলাচল।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে বিকেল সোয়া ৩টা থেকে উত্তাল হয়ে উঠে পদ্মা নদী। এ সময় দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেড়েছে যাত্রীদের চাপ। আটকে আছে অসংখ্য পরিবহন।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা নৌযান চলাচল বন্ধ ছিল। তবে আবহাওয়া আবার বেরী হয়ে উঠলে নৌযান চলাচল বন্ধ রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মে ০২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।