ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌমা‌ছির কামড়ে মৌয়ালের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মে ২, ২০১৮
মৌমা‌ছির কামড়ে মৌয়ালের মৃত্যু

সাতক্ষীরা: সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে মৌমাছির কামড়ে হযরত আলী (৫০) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে।

বুধবার (২ মে) দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সাপখালী এলাকায় এ ঘটনা ঘটে। আলী জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের বাসিন্দা।

আলীর চাচাতো ভাই মিলন বাংলানিউজকে জানান, দুপুরে সাপখালী এলাকায় কেওড়া গাছে উঠে মধু আহরণের সময় দলবদ্ধ মৌমাছি তাকে কামড় দেয়। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে তার সঙ্গে থাকা অন্য মৌয়ালরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান আহম্মেদ মৃত ঘোষণা করেন।

বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা কে এম কবির হোসেন বাংলা‌নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ০২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।