ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আট জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, মে ২, ২০১৮
আট জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

ঢাকা: বজ্রপাতে আট জেলায় ১১ জন নিহত ও চার জন অাহত হয়েছেন।বুধবার (২ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বজ্রপাত হয়। এর মধ্যে হবিগঞ্জে ৩, সিরাজগঞ্জে ১, টাঙ্গাইলে ২, চাঁপাইনবাবগঞ্জে ১, নওগাঁয় ১, কিশোরগঞ্জে ১, রাজশাহী ১ ও গাজীপ‍ুরে ১ জন।

বাংলানিউজের স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলা সদরের বাসিয়াপাড়া এলাকার তৈয়ম উল্লার ছেলে করিম উল্লা (৬৫) ও বড়ইউড়ি গ্রামের তাহির মিয়ার ছেলে শাহীন মিয়া (২৫)। আহত জাহেদ মিয়া (৩০) বড়ইউড়ি গ্রামের নুর হোসেনের ছেলে।

এছাড়াও নবীগঞ্জ উপজেলার রোকনপুর হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে আব্দুল জব্বার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আব্দুল জব্বার নবীগঞ্জ উপজেলার আশ্বাস উল্লার ছেলে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় চরাঞ্চলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ছানোয়ার হোসেন (২৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রফিকুল (৪৫) ইসলাম নামে আরেক কৃষক আহত হন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামে বজ্রপাতে সোখিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সোখিনা বেগম ওই গ্রামের হেলাল মিয়ার স্ত্রী।

অপরদিকে, কালিহাতী উপজেলায় বজ্রপাতে রাসেল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পারকি ইউনিয়নের সরিষাআটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের নান্নু মিয়ার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। নিহত মো. সোনাদ্দি চরবাগডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাঁদপুরের (শুকনাপাড়ার) মো. ইরফানের ছেলে। অাহত ব্যক্তির নাম জানা যায়নি।

নওগাঁ: নওগাঁর মান্দায় বজ্রপাতে নাজমুল ইসলাম (২২) নামে এক ধাকা কাটা শ্রমিকের মুত্যু হয়েছে। নাজমুল উপজেলার ভাড়শো ইউনিয়নের মহানগর নিজপাড়া গ্রামের সাইফউদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে মো. আলী আকবর (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আলী উপজেলার দামপাড়া ইউনিয়নের শেখ নবীনপুর গ্রামের নীলু মিয়ার ছেলে।

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের শিতলাই এলাকায় বজ্রপাতে মোজাহার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

গাজীপুর: ‌গাজীপুরের কাপা‌সিয়া উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে বকুল মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বকুল উপজেলার ঘাঘ‌টিয়া পূর্বপাড়া ঠাটাবা‌ড়ি এলাকার মৃত মালেক মিয়ার ছেলে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ০২, ২০১৮ অাপডেট: ১৯৫৫ ঘণ্টা
এনটি/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।