ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, মে ২, ২০১৮
ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার উদ্ধার হওয়া নবজাতকটি।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাস্টবিন থেকে একটি ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ মে) ভোরে হাসপাতালের উওর দিক থেকে অ্যাম্বুলেন্স চালক মো. বাবু নবজাতকটিকে উদ্ধার করেন।  

চালক মো. বাবু বাংলানিউজকে বলেন, আমি গাড়ি রাখার জন্য হাসপাতালের উওর দিকে যায়।

এ সময় ডাস্টবিনের ভেতরে একটি আওয়াজ শুনতে পেয়ে আমি এগিয়ে গিয়ে দেখি একটি নবজাতক ছেলে কান্না করছে। তখন আমি নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে নবজাতকটি ডাক্তারে পর্যবেক্ষণে রয়েছে।  

এদিকে, এ ঘটনার চারদিকে ছড়িয়ে পড়লে শিশুটিকে দত্তক নেয়ার জন্য বেশকিছু পরিবার এগিয়ে এসেছে। দত্তক নেয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় সদর থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০২, ২০২৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ