ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাজিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, মে ২, ২০১৮
কাজিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় চরাঞ্চলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ছানোয়ার হোসেন (২৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রফিকুল (৪৫) ইসলাম নামে আরেক কৃষক আহত হয়েছেন।

বুধবার (২ মে) উপজেলার মনসুরনগর ইউনিয়নের ছিন্নার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ছানোয়ার হোসেন (২৯) ওই গ্রামের আব্দুল হকের ছেলে ও আহত রফিকুল ইসলাম একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

 

মনসুরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সোহেল আলম বাংলানিউজকে জানান, সকালে ছানোয়ার ও রফিকুল বাড়ির পাশে মাঠে ধান কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে দুই জনের শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ছানোয়ারকে মৃত ঘোষণা করে। আহত রফিকুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মে ২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।