ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, মে ২, ২০১৮
রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেন বাণিজ্যমন্ত্রী। ছবি: বাংলানিউজ

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পবিত্র রমজানকে সামনে রেখে আমাদের দ্রব্যের চাহিদার তুলানায় অনেক মজুদ রয়েছে। এ কারণে মূল্য বৃদ্ধির কোনো কারণ নেই। রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে।

বুধবার (২ মে) সকালে শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে আগুনে ক্ষতিগ্রস্ত শহরের মনোহরিপট্টি, খালপাড় ও চকবাজারের ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।  

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা চাই ব্যবসাযীদের সঙ্গে সু-সম্পর্ক রেখে পণ্যের দাম ঠিক রাখা।

তবে কেউ যদি দাম বাড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  

সভায় জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বক্তব্য দেন।  

এছাড়াও পুলিশ সুপার মো. মোকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ হাজী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় বাণিজ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত ৫২ জন ব্যবসায়ীকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫ লাখ টাকা অনুদান দেন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মে ২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।