ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোটরসাইকেল চালিয়ে সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
মোটরসাইকেল চালিয়ে সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক মোটরসাইকেল চালিয়ে দুর্গম সীমান্তপথ ঘুরে দেখলেন বিজিবি মহাপরিচালক

লালমনিরহাট: মোটরসাইকেল চালিয়ে দুর্গম সীমান্তপথ ঘুরে দেখলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার দুর্গম চরাঞ্চলের সীমান্তপথ মোটরসাইকেল অতিক্রম করেন তিনি।

রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া বিজিবি ক্যাম্প থেকে নীলফামারীর ডিমলা উপজেলার টেপা চরখড়িবাড়ী সীমান্ত ক্যাম্পে যান বিজিবির মহাপরিচালক।

এ সময় সীমান্ত এলাকা ও বিজিবি ক্যাম্প পরিদর্শন করে তিনি উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সীমান্তবাসীর খোঁজ-খবর নেন এবং চোরাচালান রোধে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের বিজিবি মহাপরিচালক বলেন, ক্যাম্প পরিদর্শন করতে এসে জানতে পারলাম গাড়ি চলাচলের রাস্তা নেই। সেজন্য মোটরসাইকেল চালিয়ে ঘুরে দেখলাম। এতে কষ্ট নয়, আনন্দ পেয়েছি। আমার লোকজনের চলাচলের পথটা কতোটা কঠিন, তা দেখলাম। এসব সরকারের উচ্চমহলে তুলে ধরার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, বিজিবি-বিএসএফের চমৎকার সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমরা মানবিক সীমান্ত ব্যবস্থাপনা তৈরির চেষ্টা করছি। ইতোমধ্যে সীমান্ত হত্যা আশাব্যঞ্জকভাবে কমেছে। আমরা সীমান্তে একজন নিরীহ মানুষেরও হত্যা চাই না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও (বিএসএফ) একমত হয়েছে। সীমান্তের লোকজনকে বিনা পাসপোর্টে অহেতুক সীমান্তে না যেতে আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের (রংপুর জোন) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, পরিচালক (অপারেশন-রংপুর জোন) লে. কর্নেল হাসান মোর্শেদ, বিজিবির রংপুর সেক্টর পরিচালক কর্নেল আজিজুল কাহার, রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক (টুআইসি) মেজর মাসুম জিয়া বিন কুদ্দুস, রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক (টুআইসি) মেজর মুহিত উল আলম, মেজর আনোয়ার হোসেন ও টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।