ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্যাস না পেয়ে ষড়যন্ত্র করে আ’লীগকে হারানো হয়েছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
গ্যাস না পেয়ে ষড়যন্ত্র করে আ’লীগকে হারানো হয়েছিল কসবা-১ অনুসন্ধান কূপ খনন কাজের উদ্বোধন।

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০০০ সালের দিকে বিল ক্লিনটন এসে বাংলাদেশ থেকে গ্যাস নিতে চেয়েছিলেন। কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ৫০ বছরের মজুদ রেখে বাকি যা থাকে তা থেকে গ্যাস দেয়া হবে। এ কারণে পরবর্তী নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারিয়ে দেয়া হয়েছিল।

শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে কসবা পৌর এলাকার তারাপুরে কসবা-১ অনুসন্ধান কূপ খনন কাজের উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত নির্বাচনের আগে কসবার মানুষ আমার কাছে এলাকায় গ্যাস সরবরাহের দাবি করেছিল।

আমি বলেছিলাম ব্যাপারটা আমার ওপর ছেড়ে দেন। এখন বলছি, যদি তারাপুরে গ্যাস পাওয়া যায় তাহলে এ গ্যাস কসবায় দেয়া হবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ